প্রশ্ন : মুহতারাম, একবার সালাতের ওয়াক্ত আসার পর আমি সালাত আদায়ের প্রস্তুতি নিচ্ছিলাম। ইতঃমধ্যে আমার পিরিয়ড শুরু হয়ে যায়। তখনও সালাতের ওয়াক্ত বাকি ছিল। কিন্তু পিরিয়ড চলে আসায় ওই সালাতটি আমি আদায় করতে পারিনি। আমাকে কি উক্ত সালাত কাযা করতে হবে?
উত্তর : কাজা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে সালাতের শেষ ওয়াক্ত ধর্তব্য হয়। কেউ যদি সালাতের শুরু ওয়াক্তে পবিত্র থাকে, কিন্তু শেষ ওয়াক্তে ঋতুবতী হয়ে পড়ে, তবে তার ওপর কাজা আবশ্যক হয় না। পক্ষান্তরে কেউ যদি শুরু ওয়াক্তে ঋতুবতী থাকে, কিন্তু শেষ ওয়াক্তে পবিত্র হয়ে যায় এবং ওই ওয়াক্তের এতটুকু সময় অবশিষ্ট থাকে, যে সময়ের মধ্যে গোসল করে তাকবিরে তাহরিমা বলা সম্ভব হয়, তবে তার ওপর কাজা আবশ্যক হয়।
অতত্রব, প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনি সালাতের শেষ ওয়াক্তে ঋতুবতী ছিলেন, তাই আপনাকে উক্ত ওয়াক্তের সালাত কাজা করতে হবে না।
সূত্র : কিতাবুল আসার, ৫১, ৫৩; তুহফাতুল ফুকাহা, ১/২৩৩; মাজমাউল আনহুর, ১/৫৩; আল-জাওহারাতুন নায়্যিরা, ১/৩২
১২০ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২০৪ টি প্রশ্ন আছে
২২ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
২৮ টি প্রশ্ন আছে
৫৬ টি প্রশ্ন আছে
৫৩ টি প্রশ্ন আছে
১৩৪ টি প্রশ্ন আছে
১৯০ টি প্রশ্ন আছে
৭৭ টি প্রশ্ন আছে