প্রশ্ন : আমি একজন রাজনীতিক। আমার এলাকায় অনেক অসহায় মানুষ আছে। আমি এলাকার বিত্তবান লোকদের থেকে চাঁদা নিয়ে এ সকল অসহায় লোককে সহযোগিতা করে থাকি। এভাবে চাঁদাবাজি করে অসহায় মানুষকে সহযোগিতা করা কি জায়েয?
উত্তর : অসহায় মানুষের সহযোগিতা করা অত্যন্ত ভালো কাজ। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল। উম্মুল মুমিনিন খাদিজা রা. নবীজির বিশেষ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন,
إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتَكْسِبُ الْمَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ
অর্থ : আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, অসহায় লোকদের ভার বহন করেন, নিঃস্ব লোকদের উপার্জন করে দেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদাপদে পতিত মানুষকে সাহায্য করেন। [সহিহ বুখারি, ০৩]
সুতরাং অসহায় লোকদের সহযোহিতা করা খুব ভালো কাজ। তবে তাদেরকে সাহায্য করার পন্থা অবশ্যই শরিয়ত-সমর্থিত হতে হবে। আর চাঁদাবাজি শরিয়ত-সমর্থিত কোনো পন্থা নয়। কেননা এতে মানুষ সাধারণত আন্তরিক সন্তোষের সঙ্গে টাকাপয়সা দেয় না; বরং চাপের শিকার হয়ে কিংবা চক্ষুলজ্জার কারণে দিয়ে থাকে। এভাবে কারও থেকে টাকাপয়সা নেওয়া জায়েয় নয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ
অর্থ : কারও সম্পদ তার আন্তরিক সন্তোষ ছাড়া হালাল নয়। [মুসনাদে আহমাদ, ২০৬৯৫]
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে অসহায় মানুষকে সাহায্য করার উদ্দেশ্যেও চাঁদাবাজি করা জায়েয হবে না। তবে আপনি চাইলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের প্রতি উন্মুক্ত আহবান করতে পারেন। অতঃপর কেউ যদি চাপ বা লজ্জা অনুভব করা ছাড়া স্বেচ্ছায় টাকাপয়সা দেয়, তবে সে টাকাপয়সা দ্বারা আপনি অসহায় মানুষের সহযোগিতা করতে পারবেন।
আরও দ্রষ্টব্য, সুনানুদ দারাকুতনি, ২৮৮৪; ইহইয়াউল উলুম, ৪/৩৬৮; শারহু মুখতাসারিত ত্বহাবি, ৫/৩৯১
১২০ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২০৪ টি প্রশ্ন আছে
২২ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
২৮ টি প্রশ্ন আছে
৫৬ টি প্রশ্ন আছে
৫৩ টি প্রশ্ন আছে
১৩৪ টি প্রশ্ন আছে
১৯০ টি প্রশ্ন আছে
৭৭ টি প্রশ্ন আছে