প্রশ্ন : আমাদের সমাজের অনেককেই বলতে শোনা যায় যে, কেরোসিন তেল নাপাক। এ কথার বাস্তবতা কতটুকু? কেরোসিন তেল কি আসলেই নাপাক?
উত্তর : শরিয়ত সীমিত কিছু জিনিসকে অপবিত্র ঘোষণা করেছে। যেমন, মৃত প্রাণী, প্রবহমান রক্ত, মলমূত্র, পূঁজ, শূকর, কুকুরের লালা, মদ ইত্যাদি। শরিয়ত-ঘোষিত অপবিত্র জিনিসগুলো ছাড়া বাকি সকল জিনিস মৌলিকভাবে পবিত্র।
আর কেরোসিন তেল শরিয়ত-ঘোষিত অপবিত্র জিনিসগুলোর অন্তর্ভুক্ত নয়। সুতরাং কেরোসিন তেল মৌলিকভাবে পবিত্র। অবশ্য এর সঙ্গে যদি ভিন্ন কোনো অপবিত্র জিনিসের সংমিশ্রণ ঘটে, তবে উক্ত অপবিত্র বস্তুর সংমিশ্রণের ফলে তা অপবিত্র বিবেচিত হবে।
উল্লেখ্য, অপবিত্র না হলেও যেহেতু কেরোসিন তেল দুর্গন্ধযুক্ত, তাই কেরোসিন তেলের দুর্গন্ধ থেকে মসজিদকে মুক্ত রাখতে হবে। এমনইভাবে যদি কেরোসিন তেল লাগার ফলে কারও শরীর বা কাপড় দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তবে উক্ত দুর্গন্ধযুক্ত শরীর বা কাপড় নিয়েও মসজিদে আসা যাবে না। কারণ দুর্গন্ধযুক্ত জিনিস সহকারে মসজিদে যাওয়া জয়েজ নয়।
সূত্র : সহিহ মুসলিম, ৫৬২; আল-ফাতাওয়াল কুবরা, ১/৩৬৮; আল-ফিকহ আলাল মাযাহিবিল আরবাআ, ১/০৯; রাদ্দুল মুহতার, ১/৬৬১
১২০ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২০২ টি প্রশ্ন আছে
২১ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
২৮ টি প্রশ্ন আছে
৫৬ টি প্রশ্ন আছে
৫১ টি প্রশ্ন আছে
১৩১ টি প্রশ্ন আছে
১৮৫ টি প্রশ্ন আছে
৭৭ টি প্রশ্ন আছে