প্রশ্ন : আমরা যে এলাকায় থাকি, সেখানে ঈদের সালাত আদায় করার মতো উপযোগী মাঠ নেই। তাই এখানকার বড় মসজিদটিতেই ঈদের জামাত হয়। আমার প্রশ্ন হলো এখানে মসজিদে ঈদের সালাত আদায় করা যাবে কি?
উত্তর : ঈদের সালাত ঈদগাহ বা মাঠে আদায় করা সুন্নাহ। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদগাহে ঈদের সালাত আদায় করতেন। আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
كَانَ رَسُوْلُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى إِلَى الْمُصَلَّى
অর্থ : রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন (সালাত আদায় করার জন্য) ঈদগাহে বের হতেন।
[সহিহ বুখারি : ৯১৩]
এ জন্য ঈদগাহে বা মাঠে ঈদের সালাত আদায় করা সুন্নাহ। বিনা ওজরে মসজিদে ঈদের সালাত আদায় করা অনুচিত। তবে যদি বৃষ্টি বা অন্য কোনো ওজরের কারণে উন্মুক্ত ময়দানে ঈদের সালাত পড়া কঠিন হয়, তাহলে মসজিদেও ঈদের সালাত আদায় করা যায়।
আর প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার এলাকায় ঈদের সালাত আদায় করার মতো উপযোগী মাঠ নেই, তাই ওই এলাকায় মসজিদেও ঈদের সালাত আদায় করা যাবে।
সূত্র : সুনানু আবি দাউদ, ১১৬০; বাযলুল মাজহুদ, ৫/২৫৬; আল-মুহিতুল বুরহানি, ২/১০০; আল-বাহরুর রায়িক, ২/১৭১; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ১/১৫০
১২০ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২০২ টি প্রশ্ন আছে
২১ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
২৮ টি প্রশ্ন আছে
৫৬ টি প্রশ্ন আছে
৫১ টি প্রশ্ন আছে
১৩১ টি প্রশ্ন আছে
১৮৫ টি প্রশ্ন আছে
৭৭ টি প্রশ্ন আছে