উত্তর : কুরবানির গোশত দিতে হয় সম্পূর্ণ বিনিময়হীনভাবে। কোনো কিছুর বিনিময় হিসেবে কুরবানির গোশত দেওয়া জায়েয নেই। আলি ইবনে আবু তালেব রা. থেকে বর্ণিত,
إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يَقُومَ عَلَى بُدْنِهِ، وَأَنْ يَقْسِمَ بُدْنَهُ كُلَّهَا، لُحُومَهَا وَجُلُودَهَا وَجِلاَلَهَا، وَلاَ يُعْطِيَ فِي جِزَارَتِهَا شَيْئًا
অর্থ : নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে তাঁর উট কুরবানি করতে আদেশ করেছেন এবং উটের পুরোটা অর্থাৎ গোশত, চামড়া ও পিঠের আবরণসমূহ (গরিব-মিসকিনদের মাঝে) বণ্টন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর বলেছেন, কসাইয়ের কাজের বিনিময়ে যেন (কুরবানির পশু থেকে) কিছু দেওয়া না হয়।
[সহীহ বুখারি : ১৭১৭]
সুতরাং যারা কুরবানির গোশত ইত্যাদি প্রস্তুত করবে, তাদের সঙ্গে টাকার বিনিময়ে চুক্তি করতে হবে এবং সাফ জানিয়ে দিতে হবে যে, কাজের বিনিময়ে শুধু টাকা দেওয়া হবে; কুরবানির গোশত, পায়া, ভূড়ি ইত্যাদি কিছুই দেওয়া হবে না।
তবে নির্ধারিত বিনিময় দেওয়ার পর যদি অন্য দশজনের মতো প্রতিবেশী বা গরিব মানুষ হিসেবে কাজের লোককেও কুরবানির গোশত ইত্যাদি দেওয়া হয়, তবে তার অবকাশ আছে।
সূত্র : সহীহ মুসলিম, ১৩১৭; মিরকাতুল মাফাতিহ, ৫/৫৪৬; ফাতহুল কাদির, ৯/৫১৯; বাদায়িউস সানায়ি, ৫/৮১; আদ-দুররুল মুখতার, ৬/৩২৮; মাজমাউল আনহুর, ২/৫২২
১২০ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২০৩ টি প্রশ্ন আছে
২২ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
২৮ টি প্রশ্ন আছে
৫৬ টি প্রশ্ন আছে
৫৩ টি প্রশ্ন আছে
১৩৪ টি প্রশ্ন আছে
১৯০ টি প্রশ্ন আছে
৭৭ টি প্রশ্ন আছে