logo

অমুসলিমদের কি সালাম দেওয়া যাবে? অমুসলিম কেউ সালাম দিলে উত্তর কীভাবে দেবেন?

নাম প্রকাশে অনিচ্ছুক
ঈমান ও আকায়েদআখলাক ও ইসলামী শিষ্টাচার
১ বছর আগে
২৭২৫

উত্তর: অমুসলিম আত্মীয়, প্রতিবেশী ও সহকর্মীকে অথবা কোনো প্রয়োজনে যেকোনো অমুসলিমকে সামাজিক পদ্ধতিতে অভিবাদন জানাতে কোনো অসুবিধা নেই। যেমন: গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এজাতীয় সৌজন্যবাক্য বলা। এই অভিবাদনটা হবে সামাজিক সৌজন্য ও মানবিক সদাচরণ থেকে। তার বিশ্বাস বা মতের বিষয়টি আপন জায়গায় থাকবে। অভিবাদন জানানো মানেই তার বিশ্বাস বা মতকে মেনে নেওয়া নয়।

তবে মুসলমানদের পারস্পরিক দু‘আবাক্য- “আসসালামু আলাইকুম” বলে আগেবেড়ে অমুসলিমকে অভিবাদন জানানো যাবে না। কেননা সালাম একটি ইসলামি সংস্কৃতি এবং শরিয়ত নির্ধারিত আমল ও ইবাদত। তাই কেবল শরিয়ত-নির্ধারিত ক্ষেত্রেই তা আমলযোগ্য। 

রাসুল সা. বলেন:

 ‌لَا ‌تَبْدَءُوا ‌الْيَهُودَ ‌وَلَا ‌النَّصَارَى ‌بِالسَّلَامِ

‘ইহুদি-খৃষ্টানদেরকে তোমরা প্রথমে সালাম দিবে না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১৬৭; তিরমিযি, হাদিস: ১৬০২)

তবে কোনো অমুসলিম সালাম দিয়ে ফেললে তার উত্তরে ‘ওয়া আলাইকুম’ বলবে। রাসুল সা. বলেছেন:

‏ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ

“যদি কোনো আহলে কিতাব (ইহুদি- খৃষ্টান) তোমাদেরকে সালাম দেয়, জবাবে বলবে, ‘ওয়া আলাইকুম’ (তোমাদের উপরেও) ।” (বুখারি, হাদিস: ৫৯০৩; মুসলিম, হাদিস: ২১৬৩)

উল্লেখ্য, অমুসলিমদেরকে সালাম এবং তাদের সালামের উত্তর না দিলে যদি জুলুম বা ক্ষতির আশঙ্কা হয়, সেক্ষেত্রে জুলুম থেকে বাঁচতে তাদেরকে সালাম দেওয়া এবং তাদের সালামের উত্তর দেওয়ার সুযোগ রয়েছে। সূত্র: রদ্দুল মুহতার: (৬/৪১২); আল-মাওসুআতুল ফিকহিয়্যাহ: ১০/৩০৮; শায়খ উসাইমিন, মাজমূউ ফাতাওয়া: ৩/৩৫

একই প্রশ্ন আপনার বন্ধু-প্রিয়জনদের থাকতে পারে,
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তরটি শেয়ার করে আপনিও সদকায়ে জারিয়ায় অংশ নিন

বিভাগসমূহ

ঈমান ও আকায়েদ

১২০ টি প্রশ্ন আছে

কুরআনুল কারীম

৬০ টি প্রশ্ন আছে

হাদীস ও সুন্নাহ

১২১ টি প্রশ্ন আছে

পবিত্রতা ও সালাত

২০২ টি প্রশ্ন আছে

যাকাত ও সাদাকাহ

২১ টি প্রশ্ন আছে

সিয়াম/রামাদান

৭৯ টি প্রশ্ন আছে

হাজ্জ ও উমরাহ

২৮ টি প্রশ্ন আছে

কুরবানী ও আকীকা

৫৬ টি প্রশ্ন আছে

ব্যবসা-বাণিজ্য ও লেনদেন

৫১ টি প্রশ্ন আছে

আখলাক ও ইসলামী শিষ্টাচার

১৩১ টি প্রশ্ন আছে

হালাল-হারাম

১৮৫ টি প্রশ্ন আছে

বিবাহ ও তালাক

৭৭ টি প্রশ্ন আছে

ফেসবুক পাতা

নিয়মিত ইসলামিক তথ্য পেতে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংযুক্ত থাকুন